দেশ

লখিমপুর খেরি কাণ্ডে আশিস মিশ্রের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিমকোর্টের

লখিমপুর খেরি হিংসার মামলায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রর জামিন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট ৷ এক সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ গত ১০ ফেব্রুয়ারি মন্ত্রী-পুত্রের জামিন মঞ্জুর করেছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ সেই সময় উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানায় ৩ অক্টোবর লখিমপুর খেরির হিংসায় নিহত কৃষকদের পরিবার ৷ তারই শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, প্রাসঙ্গিক বিষয়গুলিকে উপেক্ষা করে অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণের ভিত্তিতে রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট ৷ রায় দেওয়ার সময় হাইকোর্টকে কড়া বাক্য-বাণে বিদ্ধ করে বিচারপতি সুর্য কান্ত বলেছেন, “এই ধরনের ফৌজদারি বিচার প্রক্রিয়ায় ভুক্তভোগীর অবারিত অংশগ্রহণের অধিকার রয়েছে ৷ ভুক্তভোগীদের যথাযথ শুনানির সুযোগ দেওয়া হয়নি ৷”