প্রায় এক মাস হয়ে গেলো তাও প্রভাস-কৃতির বিতর্কিত সিনেমা ‘আদিপুরুষ’ নিয়ে আলোচনা থামার নাম নেই। ছবিতে রামায়ণকে ভুলভাবে বিশ্লেষণ করা, ভুলভাল সংলাপ, বাজে VFX, সবটাই হিন্দুধর্মকে কলুষিত করেছে বলে অভিযোগ। রামায়ণকে আধুনিক সংস্করণে পরিণত করতে গিয়ে একেবারে মজা বানিয়ে দিয়েছেন নির্মাতারা ছবিটিকে। যাই হোক, এলাহাবাদ হাইকোর্টে এখনও ছবি নিয়ে মামলা অব্যাহত। আদিপুরুষ ছবিতে রামায়ণকে খারাপ ভাবে দেখানো হয়েছে। এই ছবির গল্পের সঙ্গে রামায়ণের কোনো মিল নেই, এমনটাই অভিযোগ তুলে এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল। শুক্রবার সুপ্রিম কোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দিল। শীর্ষ আদালত আদিপুরুষের ফিল্ম সার্টিফিকেট প্রত্যাহার করার জন্য আবেদন খারিজ করে দিল।