দেশ

সুপ্রিমকোর্ট পেল নতুন দুই বিচারপতি

নতুন দুই বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। শুক্রবার নতুন দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। দুই বিচারপতির একজন হলেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বর্ষীয়ান আইনজীবী কালপাথি ভেঙ্কটরামন বিশ্বনাথন। প্রধান বিচারপতিকে নিয়ে শীর্ষ আদালতে ৩৪ জন বিচারপতির থাকার কথা। কিন্তু দীনেশ মহেশ্বরী ও এম আর শাহের অবসরের পর সংখ্যাটা ৩২ এ নেমে গিয়েছিল। শুক্রবার দুই বিচারপতি শপথ নেওয়ায় সংখ্যাটা আবার ৩৪ হল। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়াম দুই বিচারপতির নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সুপারিশ করেছিল ১৬ মে। এরপর রাষ্ট্রপতির অফিস থেকে আসে সম্মতি। তারপরই নতুন দুই বিচারপতির নাম ঘোষণা করেন নতুন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ১৯ মে শপথ নিলেন প্রশান্ত কুমার মিশ্র ও কালপাথি ভেঙ্কটরামন বিশ্বনাথন।