মুকুল রায়ের বিধায়ক পদ কী এবার খারিজ হতে চলেছে! এই প্রশ্নটাই এবার উঠে গেল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে। একুশের বিধানসভা নির্বাচনে নদিয়া জেলার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন মুকুল রায়। ভোটের পর তিনি ফের তাঁর পুরানো দল তৃণমূলে যোগ দেন। এরপর তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বিজেপি। গত ১৭ জুন মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বাংলার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মধ্যে মুকুলকে পিএসি চেয়ারম্যান করা নিয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন নদিয়া জেলার কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সেই মামলারই এদিন শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানেই এদিন দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আগামী ২ সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে মুকুল রায়ের দলত্যাগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি করতে হবে। শীর্ষ আদালতের এই অবস্থানের দরুন কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছেন মুকুল।