উদ্ধার হয়েছে আধপোড়া টাকার পাহাড়। সেই নিয়ে বড় কেলেঙ্কারির অভিযোগ উঠেছে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে। শুরু হয়েছে ইন-হাউস তদন্তও। এই প্রেক্ষাপটে এবার বিচারপতি বর্মাকে কোনও কাজের দায়িত্ব না দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে বলে খবর। দিন কয়েক আগেই বিচারপতি যশবন্ত বর্মার বাড়ির আউটহাউস থেকে আধপোড়া নগদ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে ইন-হাউস তদন্ত। এর পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি যেন তাঁকে কোনও বিচারের কাজের দায়িত্ব না দেন। এদিকে আবার সম্প্রতি দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। তবে এই বদলির বিরোধিতায় এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা কর্মবিরতি চালাচ্ছেন। তাঁদের দাবি, বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে হাইকোর্টে কোনও দায়িত্ব দেওয়া উচিত নয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে, তদন্ত চলাকালীন বিচারপতি ভার্মাকে কোনও বিচারিক দায়িত্ব দেওয়া যাবে না। এই নির্দেশের ফলে বিচার বিভাগে স্বচ্ছতা ও ন্যায়বিচারের প্রতি সুপ্রিম কোর্টের প্রতিশ্রুতি আরও স্পষ্ট হয়েছে। তবে তদন্তের ফলাফল কী হয়, সে দিকেই নজর থাকছে দেশের বিচার ও আইন মহলের।
