কোভিডের কারণে কলকাতা কর্পোরেশনের ভোট স্থগিত করে দিয়েছিল রাজ্য সরকার। সেখানে প্রশাসক বসিয়েছে নবান্ন। অনেকেই ধরে নিয়েছিলেন যে একুশের বিধানসভার আগে বোধহয় পুর ভোট হবে না। কিন্তু একটি মামলার রায়ে সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, কলকাতা পুরসভা ভোট করাতে হবে। শীর্ষ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, কবে ভোট তা ১৭ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে। আর রাজ্য যদি ভোট করাতে না পারে তাহলে সুপ্রিম কোর্ট স্বাধীন প্রশাসক নিয়োগ করবে। গত মে মাসে মেয়াদ ফুরোয় কলকাতা পুরসভার। তারপর নির্দেশিকা জারি করে সেখানে প্রশাসকমণ্ডলী নিয়োগ করে তার মাথায় বসানো হয় বিদায়ী মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে। যা নিয়ে মামলা মোকদ্দমাও হয়েছে। তারপর একে একে সমস্ত পুরসভাতেই প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার।কলকাতা, শিলিগুড়ির মত কর্পোরেশন এলাকা ছাড়াও বিভিন্ন পুরসভার কাজ চলছে প্রশাসক নিয়োগ করে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কে ভোট প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।সুপ্রিম কোর্ট মাত্র ১০ দিন সময় দিয়েছে রাজ্যকে ভোট নির্ঘন্ট ঘোষণা করার জন্যে। রাজ্যকে আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টকে জানাতে হবে কবে হবে রাজ্যের পুরসভা ভোট। কবে হচ্ছে পুরভোট, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যে। তবে সূত্রের খবর সামনের মাসেই পুরভোট হওয়ার সম্ভবনা রয়েছে।