দেশ

সিবিআই তদন্তে রাজ্যের সম্মতি বাধ্যতামূলক, জানিয়ে দিল শীর্ষ আদালত

রাজ্যের সম্মতি ছাড়া কোনও তদন্তে হস্তক্ষেপ করতে পারবে না সিবিআই। তাত্‍রপর্য্যপূর্ণ রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিজেপি সরকারের কাছে বড় ধাক্কা। বিরোধীদের বিরুদ্ধে সিবিআই-এর অপব্যবহারের অভিযোগ বার বারই তুলেছে বিরোধীরা। এই পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের এই রায় যথেষ্টই তাত্‍পর্য্যপূর্ণ। উত্তর প্রদেশের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, ‘আইন অনুযায়ী, রাজ্যের সম্মতি ছাড়া সিবিআই-কে কোনও মামলায় যুক্ত করতে পারে না কেন্দ্র। এ বিষয়ে রাজ্যের সম্মতি বাধ্যতামূলক। সংবিধানে উল্লেখিত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখেই এই আইন তৈরি করা হয়েছে।’ শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনও মামলায় সিবিআই-এর তদন্তের পরিধিও বাড়াতে পারবে না কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তীসগড়, কেরল, মহারাষ্ট্র, পঞ্জাব এবং মিজোরাম- সিবিআই তদন্তের নির্দেশ দিতে গেলে তাদের অনুমতি বাধ্যতামূলক করেছে বিরোধী শাসিত এই আটটি রাজ্য। সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানউইলকর এবং বিচারপতি বি আর গভাই দিল্লি স্পেশাল পুলিশ এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট-এর কথা উল্লেখ করে এই রায় দিয়েছেন। এই আইনের দ্বারাই সিবিআই-কে নিয়ন্ত্রণ করা হয়।