দেশের সমস্ত মন্দির-মসজিদ-গির্জায় সমীক্ষার কাজ আপাতত স্থগিত থাকবে। বৃহস্পতিবার উপাসনাস্থল আইন সংক্ৰান্ত মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এমনকী, মন্দির বা মসজিদ নিয়ে নতুন করে কোনও মামলাও গ্রহণ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। নিম্ন আদালতগুলোতে এই সংক্রান্ত মামলায় কোনও তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতেও নিষেধ করেছে দেশের শীর্ষ আদালত। ১৯৯১ সালের উপাসনাস্থল আইন বদলাতে চেয়ে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, এই মুহূর্তে গোটা দেশে মন্দির, মসজিদ বা অন্য উপাসনাস্থল নিয়ে যত মামলা চলছে, যত সমীক্ষা চলছে, সব আপাতত বন্ধ রাখা হবে। সুপ্রিম কোর্টে উপাসনাস্থল আইন মামলার নিষ্পত্তি এখনও হয়নি। সাড়ে তিন বছর ধরে মামলাগুলির শুনানি চলছে। ২০২১ সালের মার্চে উপাসনাস্থল নিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবারও শুনানিতে কেন্দ্রের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। রিপোর্ট আকারে বক্তব্য জমা দিতে বলা হয়েছে। ১৯৯১ সালের উপাসনাস্থল আইন অনুযায়ী দেশের কোনও উপাসনাস্থলের চরিত্র বদল করা যাবে না।