সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ আগামী সোমবার, ১২ সেপ্টেম্বর ওই শুনানির দিন ধার্য হয়েছে ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ শীর্ষ আদালত সূত্রে খবর, এখনও পর্যন্ত ২০১৯ সালে তৈরি হওয়া ওই আইন নিয়ে ২০০-র বেশি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই সব এক সঙ্গে শুনানি হবে ৷ দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চে ৷