উত্তরপ্রদেশের লখিপুরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে দেশের শীর্ষ আদালতে। বৃহস্পতিবার সকালে এই মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামাণা। লখিমপুরের খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির তলায় পিষে চার কৃষকের মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে দেশজুড়ে। ওই ঘটনায় চার কৃষক-সহ মৃত্যু হয়েছে মোট আট জনের। এই ঘটনা নিয়ে উত্তাল উত্তরপ্রদেশ-সহ গোটা দেশের রাজনীতি। দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এখনও পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিত (suo moto case) হয়ে হিংসার ঘটনা বিচার করে দেখতে মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছে। আজ সকালেই এই মামলার শুনানি। প্রধান বিচারপতি এনভি রামাণার নেতৃত্বাধীন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চে এই মামলার শুনানি হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের এসইউভির তলায় চাপা পড়ে অন্তত চারজন কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বিরোধী দলগুলির পাশাপাশি প্রতিবাদী কৃষকদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র কৃষকদের ওপর দিয়ে গাড়ি চলে যাওয়ার সময় তার ভিতরেই ছিলেন। যদিও মন্ত্রীর ছেলে অভিযোগ খারিজ করেছেন।