রাতের মেট্রোর টিকিটে এবার সারচার্জ! নজিরবিহীন পদক্ষেপ কলকাতা মেট্রোর। যাত্রী সুবিধার্ধে রাত ১০টা ৪০-এ দক্ষিণে কবি সুভাষ ও উত্তরে দমদম থেকে মেট্রোর বিশেষ পরিষেবা চালু করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু রাতের সেই বিশেষ ট্রেনে পর্যাপ্ত যাত্রী হচ্ছে না। ফলে পরিষেবা চালাতে গিয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেক্ষেত্রে পরিষেবা বন্ধের মতো কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে! এই পরিস্থিতিতে, তখনই আর্থিক ক্ষতি কিছুটা লাঘব করতে সারচার্জ লাঘুর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ১০ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই সারচার্জ। ১০ টাকা করে সারচার্জ বসছে রাতের মেট্রোয়। কবি সুভাষ এবং দমদম, উভয় প্রান্ত থেকেই রাত ১০ টা ৪০-এর মেট্রোয় সমস্ত দূরত্বের টিকিটের উপর এই ১০ টাকা সারচার্জ ধার্য করা হয়েছে।