জ্যোতিষ

আগামীকাল বছরের প্রথম সূর্যগ্রহণে শনি-শুক্র-রাহুর ত্রিগ্রহী যোগ! জেনে নিন শনি-অমাবস্যা তিথিতে স্নান ও দানের পূণ্য মুহূর্ত

দোলের দিনই ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। কিন্তু তা দেখা যায়নি ভারত থেকে। এবার হতে চলেছে সূর্যগ্রহণ। এটিই ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ। এবং এটিও দৃশ্যমান হবে না ভারতে। প্রসঙ্গত, এবছর দুটি সূর্যগ্রহণ হওয়ার কথা। প্রথমটি ২৯ মার্চ, দ্বিতীয়টি ২১ সেপ্টেম্বর। এবারের গ্রহণ আংশিক। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার দুপুর ২টো ২০ মিনিটে গ্রহণ শুরু হবে। শেষ হবে ৬টা ১৩ মিনিটে। কিন্তু গ্রহণ চূড়ান্ত পর্বে পৌঁছবে ৪টে ১৭ মিনিটে। ভারত থেকে না দেখা গেলেও এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক এবং উত্তর মহাসাগর থেকে তা দেখা যাবে। প্রসঙ্গত, সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে এলে চাঁদ যদি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে বাধা দেয় তখনই সূর্যগ্রহণ হয়। যদি সূর্যের আলো সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হয় তাহলে পূর্ণগ্রাস গ্রহণ হয়। অন্যথায় হয় আংশিক সূর্যগ্রহণ। এবারের গ্রহণ আংশিক। 

২৯ মার্চ শনিবার পড়ছে সূর্যগ্রহণ। সেদিন ভারতীয় সময় অনুসারে দুপুর ২ টো ২০ মিনিট ৪৩ সেকেন্ডে এই গ্রহণ শুরু হচ্ছে। আর সূর্যগ্রহণের সর্বোচ্চ মুহূর্ত থাকবে বিকেল ৪ টে ১৭ মিনিট ২৭ সেকেন্ডে। গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬ টা ১৩ মিনিট ৪৫ সেকেন্ডে। প্রায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে এই গ্রহণ চলবে। সাধারণত, গ্রহণের সময় খাবার খাওয়ার নিয়ম নেই। এদিকে, যেহেতু এই গ্রহণ দুপুরে লাগছে, তাই মধ্যাহ্নভোজের দিক থেকে এই গ্রহণ হিন্দুধর্মমতে বেশ তাৎপর্যপূর্ণ।

শাস্ত্রমতে, বছরের দ্বিতীয় গ্রহণের সময় সূর্য, চন্দ্র, বুধ, শুক্র এবং রাহুর অবস্থান থাকবে মীন রাশিতে। গ্রহণের সময় গ্রহগুলির মধ্যে বৃষ রাশিতে থাকবেন বৃহস্পতি। মঙ্গল অবস্থান করবেন মিথুনে। কেতু থাকবেন কন্যা রাশিতে। শনির অবস্থান থাকবে কুম্ভ রাশিতে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে মাঝে মাঝে গ্রহ ও নক্ষত্রপুঞ্জের এমন আশ্চর্যজনক সমন্বয় দেখা যায়, যা বহু বছর পরে ঘটে। মার্চ মাসের শেষে এমনই বিরল ঘটনা ঘটতে চলেছে। আগামী ২৯ মার্চ শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবেন। আর সেদিনই হবে বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ। শনিদেবের পাশাপাশি মীন রাশিতে শুক্র, রাহুর অবস্থানে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। চৈত্র শুক্লপক্ষের অমাবস্যা তিথিতে ১০০ বছর পর এমন কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। এই শুভ যোগ চার রাশির সৌভাগ্যের দরজা খুলে দেবে। আপনি আছেন সেই তালিকায়? জেনে নিন- 

বৃষ- ত্রিগ্রহী যোগে বৃষ রাশির সুদিন ফিরতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। কোনও বড় ব্যবসায়িক চুক্তি করতে পারেন৷ পুরনো বিনিয়োগ থেকে উপার্জন বাড়বে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। পরিবারে সকলের সঙ্গে ভাল সময় কাটাবেন।

মিথুন- মার্চে ত্রিগ্রহী যোগ মিথুন রাশির জন্য লাভজনক হবে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ে ভবিষ্যতে লাভ হবে এমন বড় চুক্তি করতে পারেন। পৈতৃক সম্পত্তির মালিক হতে পারেন। অনেক দিন ধরে আইনি ঝামেলা চললে এবার মীমাংসা হবে। সন্তানের থেকে সুসংবাদ আসতে পারে।

কুম্ভ- শনি, শুক্র ও রাহুর সংমিশ্রণে গঠিত ত্রিগ্রহী যোগ কুম্ভ রাশির জন্য শুভ হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। জীবনে আরাম, বিলাসিতা বাড়বে। আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পুরনো ঋণ শোধ করতে পারবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। 

মীন- ত্রিগ্রহী যোগের সবচেয়ে বড় প্রভাব পড়বে মীন রাশির মানুষদের জীবনে। আত্মবিশ্বাস বাড়বে। অনেক দিনের ইচ্ছাপূরণ হতে পারে। অফিসে কাজের প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।

আজ অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকেই পড়ে যাচ্ছে চৈত্র মাসের অমাবস্যা। কখন থেকে এই অমাবস্যার তিথি শুরু হচ্ছে? দেখে নিন। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আজ থেকে শুরু। পঞ্জিকা অনুসারে আজ শুক্রবার, ২৮ মার্চ সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে। আর অমাবস্যা তিথি শেষ হবে ২৯ মার্চ বিকেল ৪ টে ২৭ মিনিটে। প্রসঙ্গত, শুক্রবার থেকে তিথি পড়লেও, শনিবারই পালিত হবে অমাবস্যা। যেহেতু এই অমাবস্যা তিথি শনিবার পালিত হতে চলেছে, তাই এই তিথিকে শনি অমাবস্যা বলা হয়। শাস্ত্রমতে এই শনি অমাবস্যা বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ। চৈত্র অমাবস্যায় স্নান ও দানের শুভ সময় ২৯ মার্চ শনিবার পড়ছে। সেদিন ভোর ৪ টা ৪২ মিনিটে থেকে ভোর ৫ টা ২৯ মিনিট পর্যন্ত রয়েছে স্নান ও দানের শুভ সময়। এরপর অভিজিৎ মুহুর্ত হবে দুপুর ১২ টা ১৯ মিনিট থেকে দুপুর ১টা ০৮ মিনিট পর্যন্ত। এছাড়া সূর্যাস্তের পূর্ব পর্যন্ত স্নান করা যায়। চৈত্র অমাবস্যায় স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের নিবেদন করা যেতে পারে। কারণ ২৯ মার্চ মাসের সূর্য গ্রহণে কোনও সূতককাল নেই। এই গ্রহণ ভারতে দেখা যাবে না। গ্রহণের ৯ ঘণ্টা আগের সময়কে ধরা হয় সূতককাল। সেই সময় কিছুটা সতর্ক থাকতে হয়। তবে গ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না,তাই সুতককাল কার্যকরি নয়।

এবছরেও মহালয়ায় সূর্যগ্রহণ?

উল্লেখ্য, বছরের দ্বিতীয় সূর্য গ্রহণটি মহালয়ায় রয়েছে। ২১ সেপ্টেম্বর পড়ছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। আর সেই দিনই রয়েছে মহালয়া।