সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। আর সেখানে করোনা পরিস্থিতি, পরিযায়ী শ্রমিকদের সমস্যা সবকিছুকে ছাপিয়ে নির্বাচনী প্রচারের অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যু। সুশান্তের মৃত্যুতে বিহারবাসী যেমন বেদনা কাতর, তেমনই সেই মৃত্যু রহস্যের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রবল ক্ষুব্ধ। আর ঘরের ছেলের জন্য বিহারবাসীর সেই আবেগকে এবার ভোট বাক্সে কাজে লাগাতে চাইছে বিজেপি। সোজা কথায় বলতে গেলে, অভিনেতার মৃত্যুকে হাতিয়ার করে বিহারের ভোট বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির। বিহার বিজেপির কলা এবং সংস্কৃতি মোর্চার তরফে শনিবারই সুশান্তের স্মরণে নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। যাতে সুশান্তের ছবি দিয়ে লেখা আছে “তোমাকে না ভুলেছি, আর না ভুলতে দেব।” সেই সঙ্গে লেখা ‘জাস্টিস ফর সুশান্ত’ স্লোগান। মোট ৩০ হাজারটি এই ধরনের স্টিকার ছাপা হয়েছে। বিহারের বিজেপি নেতাদের গাড়িতে এবং বিভিন্ন যানবাহনে এই স্টিকারগুলি লাগানো থাকবে। শুধু তাই নয়, বিহার বিজেপি প্রয়াত অভিনেতার ছবি-সহ ‘জাস্টিস ফর সুশান্ত’ লেখা ৩০ হাজার মাস্কও বিতরণ করেছে। ভোটের প্রচারে গিয়ে গেরুয়া শিবিরের কর্মীরা সেগুলি পরবেন। অর্থাৎ সব মিলিয়ে সুশান্তের প্রতি বিহারবাসীর আবেগকেই এবার পুরোপুরি কাজে লাগাতে চাইছে বিজেপি।