মর্মান্তিক দুর্ঘটনায় আক্রান্ত হল ডাক্তারি পড়ুয়াদের গাড়ি। ঘটনাটি ঘটেছে কেরালার আলাপ্পুঝাতে। সেই সময়ে একটি এসইউভিতে ছিলেন এমবিবিএসের প্রথম বর্ষের বেশ কিছু পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, সেভ্রালে ট্র্যাভেরা সেই সময় ডাক্তারি পড়ুয়ারা সিনেমা দেখতে যাচ্ছিলেন। সকলেই কেরালার টিডি মেডিক্যাল কলেজের পড়ুয়া। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময়ে প্রবল বৃষ্টি হচ্ছিল, তাতেই চাকা পিছলে যায়। সেই সময়ে উল্টো দিক থেকে একটি কেরালার সরকারি বাস আসছিল। তাতেই ধাক্কা মারে এসইউভিটি। দুর্ঘটনার পরেই দুমড়ে মুছড়ে যায় গাড়িটি। তিন ডাক্তারি পড়ুয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন ডাক্তারি পড়ুয়ার। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সব পড়ুয়াই ১৯ বছর বয়সি। এতগুলি ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কেরালায়। মৃতরা হলেন দেবানন্দন, শ্রীদেব ভালসন, আয়ুষ শাজি, আব্দুল জব্বর এবং মহম্মদ ইব্রাহিম।