ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দ্রুত তদন্তের দাবিতে কয়েকজন বিধায়ককে নিয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন পার্টির চিকিত্সক সেলের প্রধান তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ নস্কর। এদিন স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘আমরা কলকাতার আশপাশের বিধায়কদের খবর দিয়েছিলাম আসার জন্য। না জানিয়েই স্বাস্থ্য ভবনে এসেছি। জানালে স্বাস্থ্য সচিব পালিয়ে যেতেন। আমরা জানি আজকে নবান্নে তেমন কিছু নেই। তাই তিনি এখানেই থাকবেন।’ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, ‘অনেকেই জনস্বার্থ মামলা করতে চাইছেন। আজকে এখানে বলে গেলাম। দু’দিন দেখব। স্বাস্থ্য ভবন কোনও পদক্ষেপ না করলে আমরা মামলায় সাহায্য করব বা আমরা নিজেরাই মামলা করব।’