জেলা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব গোটা রাজ্যে বিস্ফোরণের পরিস্থিতি রয়েছে, বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

রবিবার সাতসকালে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছে অনেকের। এখনও অবধি ৫ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায় আস্ত দোতলা বাড়ি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। বিস্ফোরণের প্রভাব এতটাই বেশি ছিল যে আশেপাশের ১০০টির কাছাকাছি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গত মে মাসেই পূর্ব মেদিনীপুরের এগরায় এক অবৈধ বাজি কারখানা বিস্ফোরণের পরে তিন মাস পার হতেই ফের দত্তপুকুরে একই ঘটনা। রাজ্যে একের পর এক অবৈধ বাজি কারখানা বিস্ফোরণে মুখ্যমন্ত্রীর চরম ব্যর্থতা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দায় বলেন, ‘শুধু এই কারখানা নয়, পুরো রাজ্যেই এমন বিস্ফোরণের পরিবেশ রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই সমস্ত অবৈধ কারখানাগুলি বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এখন তিনি চোরদের রক্ষা করতে ব্যস্ত’।