ভাইরাল

২১ জুলাই মমতার সভা দেখলেন শুভেন্দু অধিকারী, সোশ্যাল মিডিয়ায় ধরা পড়লেন বিরোধী দলনেতা

২১ জুলাই তৃণমূলের সভা নিয়ে কম কটাক্ষ করেনি বিজেপির শুভেন্দু অধিকারী। একই দিনে সভা করতে চেয়েছিল গেরুয়া শিবির। অবশ্য হাইকোর্টের অনুমতি মিললেও সেই সভা যে বানচাল হচ্ছে, তা ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নিজেই।গত বুধবার শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছে আদালত। তবে সভা করবে না বিজেপি। তা বলতে গিয়েই এমন কিছু মন্তব্য করেছিলেন, যা শুনে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন আদালত অবমাননা করেছেন শিশির পুত্র। সেই শুভেন্দু অধিকারী দেখলেন তৃণমূলের ‘শহিদ দিবস’ সভা। দল পরিবর্তনের আগে প্রতিবার এই সভায় উপস্থিত থাকতেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ বছরের অভ্যেস। তাই দল ছাড়লেও অভ্যেস বদল হয়ত  হয়নি। ২০২২ সালের সভাও দেখলেন শুভেন্দু। তবে তা দেখলেন ফেসবুকের মাধ্যমেই। সোশ্যাল মিডিয়ায় ধরা পড়লেন তিনি। তৃণমূলের একুশের সভার দিকে নজর রাখছেন তিনি। লাইভ চলাকালীন দেখা গেল শুভেন্দু অধিকারী দেখছেন সেই সভা। ভার্চুয়াল জগতে ইতিমধ্যেই ভাইরাল সেই স্ক্রিনশট। নেট দুনিয়ার বিভিন্ন মাধ্যমে তা ঘুরে বেড়াচ্ছে। এরই মাঝে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে নিজের বক্তব্য পেশ করার সময় কথায় কথায় বলে ফেলেছেন, তিনি শুনেছেন তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় তৃণমূল সুপ্রিমোর বক্তব্য।