অবশেষে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জমা পড়ল। শুক্রবার বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যনার্জিকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দ্রুত মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে হবে। এই আবেদনে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। দলত্যাগ বিরোধী আইন মেনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়েই চিঠিটি দেওয়া হয়েছে বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জিকে, এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন মুকুল রায়। কিন্তু দলবদলে মুকুল রায় এখন তৃণমূলে। আর এই পরিস্থিতিতে মুকুল রায় নিজে থেকে এখনও বিধায়ক পদে ইস্তফা দেননি। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মরিয়া হয়ে উঠেছেন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে।