কলকাতা

রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

শুভেন্দু রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে একটি চিঠি তথা আবেদন পেশ করেছেন। তাতে তিনি বলেছেন, ২০০৬ সালে প্রকাশ সিং বনাম কেন্দ্রীয় সরকার মামলায় সুপ্রিম কোর্ট একটি মাইলফলক রায় দিয়েছিল। সেই রায়ে বলা হয়েছিল, সমস্ত রাজ্যকে নিরাপত্তা কমিশন গঠন করতে হবে। এই কমিশন রাজ্যে পুলিশি কার্যকলাপের উপর নজর রাখবে। এমন ভাবে এই কমিশন গঠন করতে হবে যাতে রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটি স্বাধীন কমিটি হিসাবে এর অস্তিত্ব থাকে। নিরাপত্তা কমিশন গঠনের তিনটি ফর্মুলা বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, রিবেরো কমিটি, জাতীয় মানবাধিকার কমিশন বা সোরাবজি কমিটির মধ্যে যে কোনও একটি কমিটির সুপারিশ অনুযায়ী কমিটি গঠন করতে হবে। ওই তিন কমিটিরই সুপারিশ ছিল, রাজ্য নিরাপত্তা কমিশনে বিরোধী দলনেতাকে অন্যতম সদস্য করতে হবে। শুভেন্দু রাজ্যপালকে যে চিঠি দিয়েছেন, তাতে অভিযোগ করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গে এমন কোনও কমিশনের অস্তিত্ব নেই। তিনি বিরোধী দলনেতা হিসাবে নিযুক্ত হয়েছেন। কিন্তু এহেন কমিশনের সদস্য করার ব্যাপারে তাঁর কাছে রাজ্য সরকারের তরফে কোনও প্রস্তাব আসেনি। সুতরাং রাজ্যপাল বিষয়টি দেখুন।