সেচ–ত্রিপল–সমবায় ব্যাঙ্কের নানা দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছে নবান্ন। পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করার চেষ্টা অব্যাহত। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বার তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে তাঁর ‘ঘনিষ্ঠ’ গোপাল মাইতিকে সরানোর উদ্যোগ শুরু হয়েছে। মৎস্যমন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরির কথায়, ‘‘১৪ জন ডিরেক্টরের মধ্যে পাঁচ জনের সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত হয়ে গিয়েছে। আর তিন জনের সমর্থন পেলেই আমরা চেয়ারম্যানকে সরাতে পারব। আলোচনা অতি দ্রুততার সঙ্গে এগোচ্ছে।’’ মেদিনীপুর জেলায় সমবায় রাজনীতিতে অধিকারী পরিবারের প্রভাব যথেষ্ট। প্রায় তিন দশক ধরে সমবায় রাজনীতিতে প্রভাব দেখিয়ে এসেছে তারা। তৃণমূল ছেড়ে শুভেন্দুর বিজেপি গমন এবং রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি-কে প্রবল ভাবে পরাভূত করে তৃণমূলের ক্ষমতায় আসার পর থেকেই শুভেন্দু এবং তাঁর ঘনিষ্ঠ ও অনুগামীদের বিভিন্ন সমবায় ব্যাঙ্কের পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কাঁথি সমবায় ব্যাঙ্ক থেকে খোদ শুভেন্দুকেও সরানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সমবায় দফতর। এ বার কোপ পড়তে চলেছে তাঁর অনুগামীদের উপর।