কলকাতা

ছোট বিমান লিজ নিতে চায় রাজ্য সরকার, ‘পুষ্পক রথ’ বলে কটাক্ষ শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি ছোট বিমান লিজ নিতে চায়। এ জন্য প্রকাশিত ই-টেন্টারের ছবি সামনে এনে রাজ্যকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ই-টেন্ডারে বলা হয়েছে, একটি আট থেকে দশ আসনের মিনি এয়ারক্রাফট লিজ নিতে চায় রাজ্য যেটি মাসে ৪৫ ঘণ্টা পর্যন্ত চলবে। শীতাতপ নিয়ন্ত্রিত ওই প্লেনটি যেন ফ্যালকন-২০০০ মডেল বা তার সমতুল্য হয় তা-ও ওই টেন্ডার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বার প্রধানমন্ত্রী হতে চান বলেই হেলিকপ্টারের বদলে সরকারি খরচে বিমানে দেশ ঘুরতে চাইছেন। শুভেন্দু লিখেছেন, ‘স্বঘোষিত প্রধানমন্ত্রীর জন্য পুষ্পক রথ? হেলিকপ্টারে পাড়ি দেওয়া যায় এমন দূরত্বে সন্তুষ্ট না হলে এ বার ১০ আসনের বিমান নেওয়ার তোড়জোড়।’ এর জবাবে তৃণমূল সাংসদ সৌগত রায় পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দুকে। ওই টুইট প্রসঙ্গে সৌগতর বক্তব্য, ‘‘এই আক্রমণ অত্যন্ত নিম্ন রুচির। রাজ্য সরকারের সম্মানের জন্যই বিমান থাকা দরকার।’’ শুভেন্দু বাবুর হয়তো জানা নেই যে বিজেপি শাষিত গুজরাত, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা নিজস্ব বিমানই ব্যবহার করেন।