জেলা

১৬ ফেব্রুয়ারির পর কালীঘাটে পদ্ম ফুটবে!‌ এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী

নিজের বাড়িতে পদ্ম ফোটাবেন, সেকথা আগেই বলেছিলেন। কথা রেখেওছেন। তাঁর পর পরিবারের আরও এক সদস্য বিজেপি-তে যোগ দেন। এবার শুভেন্দু অধিকারী দাবি করে বসলেন, কালীঘাটেও পদ্ম ফুটবে। দিনক্ষণও বলে দিলেন। ১৬ ফেব্রুয়ারির পর। তার পরেই শুরু জল্পনা। সোমবার তমলুকের সভায় শুভেন্দু বললেন, ‘‌মাননীয় তোলাবাজ ভাইপো আমার বাড়িতে পদ্ম ফুটতে শুরু করেছে। ১৬ ফেব্রুয়ারির পরে আমি আপনার বাড়িতে পদ্ম ফোটাব।’‌ ডিসেম্বরে বিজেপি-তে যোগ দেন শুভেন্দু। যোগদানের মঞ্চ থেকে তৃণমূল সাংসদ অভিষেককে কটাক্ষ শুরু করেন তিনি। ‘‌তোলাবাজ ভাইপো’‌ বলেন। এর পরেই অভিষেক খোঁচা দিয়ে বলেন, শুভেন্দুর পরিবারের সদস্যরা তৃণমূলে রয়েছেন। পাল্টা শুভেন্দু আবার বলেন, ‘‌রামনবমীটা আসতে দিন। আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোক কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসব।’‌ এর পর শুভেন্দুর ভাই সৌম্যেন্দু বিজেপি-তে যোগ দেন। শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে জেলা সভাপতি পদ থেকে সরানো হয়। ফলে তিনিও যে বিজেপি-তে যোগ দেবেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা ধরেই নিয়েছেন। কিন্তু কালীঘাটের বাড়িতে পদ্ম ফোটানো নিয়ে শুভেন্দু যা বললেন, তা নিয়ে এখন কানাঘুষো রাজনৈতিক মহলে। দিন কয়েক আগে মমতা ব্যানার্জির ভাইয়ের মন্তব্য আরও ঘি ঢেলেছে জল্পনায়। তিনি রাজনীতিতে পরিবারতন্ত্রকে বিঁধেছেন। বলেছেন, ‘‌মুখে দেশের-দশের কথা বলব। আর সুযোগ-সুবিধা দেব নিজের পরিবারকে। এটাই এখন ভারতীয় রাজনীতি।’‌ বিজেপি-তে যোগদানের কথাও পুরোপুরি উড়িয়ে দেননি তিনি।