আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নর্থ ব্লকে অমিত শাহের দফতরে প্রায় ১৫ মিনিট ধরে দু‘জনের মধ্যে কথা হয় ৷ বিজেপি সূত্রে খবর, ভবানীপুরের উপনির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে । এদিনের বৈঠকে ভবানীপুর-সহ আরও দুই বিধানসভা কেন্দ্রের নির্বাচন নিয়ে অমিত শাহকে রিপোর্ট তুলে দেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর উপনির্বাচন বিজেপির কাছে একটা কঠিন লড়াই । সেই কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে কার নাম ঠিক করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । এখন দেখা যাচ্ছে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বিধায়ক থেকে কর্মীরা ৷ খোদ শুভেন্দুর গড়েই ভাঙন দেখা গিয়েছে ৷ ১ হাজারেরও বেশি বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন ৷ যা বিজেপির কাছ খুব একটা সুখকর নয় ৷ এই বিষয় নিয়েও শাহের সঙ্গে আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷