তবলিঘি জামাতে যোগদানকারী ৩৬জন বিদেশিকে খালাস করল দিল্লির আদালত। কোভিড আবহে বিধি-নিষেধ লঙ্ঘন করে তাঁরা নিজামুদ্দীনের জমায়েতে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ ছিল। চিফ মেট্রোপোলিটান ম্যাজিস্ট্রেট অরুণ কুমার গর্গ ১৪টি দেশের ৩৬ জনকে খালাসের নির্দেশ দেন। ২৪ অগাস্ট এইসব বিদেশিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (১৮৯৭ সাল )১৮৮,২৬৯ ধারায় অভিযোগ গঠন করেছিল। এছাড়াও চার্জ গঠন করে হয় বিপর্যয় মোকাবিলা আইনেও (২০০৫)। সব অভিযোগ থেকেই এ দিন মুক্ত করা হয়েছে ৩৬ জন অভিযুক্তকে।