কলকাতা

৮০ জন মুসলিম প্রার্থীর দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ত্বহা সিদ্দিকী

নির্বাচনের আগে একগুচ্ছ দাবি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গলবার দেখা করলেন ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকী। এর আগেও যেসব দাবি নিয়ে ত্বহা সিদ্দিকী সরব হয়েছেন, এদিনের দাবিগুলি প্রায় একই বলা যায়। বেশ কয়েক দফা দাবি সম্বলিত এক স্মারকলিপিও এদিন মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয় বলে জানা গেছে। এদিন ত্বহা সিদ্দিকীর নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে যে স্মারকলিপি দেয় তার বেশিরভাগটাই ফুরফুরা কেন্দ্রিক হলে রাজ্যের সংখ্যালঘু উন্নয়নেও বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে। জমা দেয়া স্মারকলিপির কপিসূত্রে জানা গেছে, ত্বহা সিদ্দিকী দাবি তুলেছেন তৃণমূল দলের হয়ে যেন কমপক্ষে ৭০ থেকে ৮০জন মুসলিমকে প্রার্থী করা হয়। ফুরফুরা শরিফে বিশ্বদ্যিালয় সহ মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের কাজ যাতে ত্বরান্তিত হয় তার দাবিও রাখা হয়। এ ছাড়া, আন-এডেড মাদ্রাস, শিক্ষা ও চাকরিতে ওবিসি সংরক্ষণের বাস্তবায়ন, ইমাম মুয়াজ্জিনদের বাড়ি তৈরিতে সাহায্য কারা আবেদন করা সহ ফুরফুরা শরিফে অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।