বিদেশ

‘ইসলামে সঙ্গীত নিষিদ্ধ’! তাই জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীকে খুন করল তালিবানরা

এবার তালিবান জল্লাদরা কোতল করল জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীকে। মৃতের নাম ফাওয়াদ আন্দ্রাবি। সে দেশের প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী মাসুদ আন্দ্রাবি এই খবর দিয়েছেন। শিল্পীর পুত্র এই হত্যাকাণ্ডের খবর স্বীকার করে নিয়েছে। জানা গিয়েছে আন্দ্রাব উপত্যকার নামী সঙ্গীত শিল্পী ফাওয়াদ। খুনের ঘটনাটি ঘটে শনিবার। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কৃষ্ণবাদ গ্রামের বাসিন্দা ফাওয়াদ আন্দ্রাবিকে সশস্ত্র তালিবান জঙ্গিদের একটি দল শিল্পীকে বাড়ি থেকে বের করে এনে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেয়। প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন ফাওয়াদ আন্দ্রাবি বলেছেন, আফগানিস্তান জুড়ে তালিবানরা এখন শিল্পীদের খুঁজে বের করে তাদের ওপর হামলা চালাচ্ছে। সব থেকে বেশি তল্লাশি অভিযান চলছে আন্দ্রাব উপত্যকায়। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ইসলামে সঙ্গীত নিষিদ্ধ। তাই গান বাজনার চর্চা থেকে সকলকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গত জুলাইয়ে তালিবান জঙ্গিরা জনপ্রিয় কৌতুক শিল্পী নাজার মহম্মদকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সম্প্রতি এক পুলিশ কর্তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তালিবান জঙ্গিরা। 

স্থানীয় সংবাদমাধ্যম আসভাকা নিউজ আজ তালিবানের হাতে এক লোকসঙ্গীত শিল্পীর মৃত্যুর খবর জানিয়েছে ৷ আফগানিস্তানের প্রাক্তন অন্তর্বর্তী মন্ত্রী মাসুদ আন্দারাবিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় আন্দারাব গায়ক ফাওয়াদ আন্দারাবিকে হত্যা করেছে তালিবান ৷ দেশজুড়ে তালিবান হত্যালীলা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন মাসুদ আন্দারাবি ৷