কৌশিকী অমাবস্যায় ভিড় এড়াতে আজ থেকে ৬দিনের জন্য তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন ও মন্দির কমিটি। তার আগে বৃহস্পতিবার মায়ের দর্শন পেতে দূর-দূরান্তের ভক্তরা বামাখ্যাপার এই সাধনস্থলে ভিড় জমান। ফি-বছর কৌশিকী অমাবস্যায় লক্ষাধিক ভক্তের ঢল নামে তারাপীঠে। গত বছরও করোনার বাড়বাড়ন্তে ও সংক্রমণ ঠেকাতে পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। শুধু তাই নয়, ভক্তরা যাতে তারাপীঠে প্রবেশ করতে না পারেন, সেজন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। বর্তমানে সংক্রমণ কমে এলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। তাই, গতবারের মতো এবারও কৌশিকী অনাবস্যায় পুণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। গত ১৭আগস্ট রামপুরহাটে মহকুমা শাসকের কর্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেবাইতরা মন্দিরে মায়ের নিত্যপুজো-আরতি ও কৌশিকী অমাবস্যা তিথির রীতি পালন করবেন। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, আগামী ৬সেপ্টেম্বর, সোমবার সকাল ৭টা ৭মিনিটে অমাবস্যা লাগছে। থাকবে পরদিন সকাল ৬ টা ৩৬মিনিট পর্যন্ত। অতীতে দেখা গিয়েছে, কৌশিকী অমাবস্যা তিথির অনেক আগে থেকেই ভক্তরা তারাপীঠে চলে আসেন এবং অমাবস্যা শেষে ফিরে যান। তাই, এবার দিন তিনেক আগে থেকেই মন্দিরে পুণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে ভক্তদের জন্য এবারও অনলাইনে পুজোর ব্যবস্থা থাকছে। ভিডিও কলের মাধ্যমে মায়ের দর্শন পেতে মন্দির চত্বরে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। সেবাইতরা সেখান থেকে ভিডিও কল করে ভক্তদের মায়ের পুজো, আরতি দর্শন করাতে পারবেন। গর্ভগৃহ থেকে কোনও ভিডিও কল করা যাবে না বলে মন্দির কমিটি আগেই ঘোষণা করেছে। কৌশিকী অমাবস্যায় মন্দির চত্বরে হোম করার উদ্যোগ নেওয়া হয়েছে।