জেলা

ত্রিপল চুরি মামলায় ভার্চুয়ালি আত্মসমপর্ণ করে জামিনের আর্জি শুভেন্দু-সৌমেন্দুর, খারিজ আদালতের

ত্রিপল চুরি মামলায় শুভেন্দু অধিকারী ও তাঁর ভাইয়ের জামিনের আবেদনে সাড়া দিল না কাঁথি আদালত। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের ইচ্ছাপ্রকাশ করেন অভিযুক্তরা। ওই আবেদনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। তাঁর যুক্তি, আদালতের কাজকর্ম স্বাভাবিক হয়ে গিয়েছে। সশরীরে হাজিরা দিতে হবে অভিযুক্তদের।  কাঁথি পুরসভায় ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী ও হিমাংশু শেখর মান্না। তাঁরা ভার্চুয়ালি আত্মসমর্পণ করে জামিন চাওয়ার আবেদন করেন। এর বিরোধিতা করে সরকারি আইনজীবী জানান,’নিয়ন্ত্রিত ব্যবস্থায় আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে। ফলে ভিডিও কনফারেন্সিংয়ে হাজিরা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। সশরীরে হাজিরা দিন অভিযুক্তরা।’ শুভেন্দুদের আবেদন খারিজ করে বিচারক নির্দেশ দেন, সশরীরে হাজির হতে হবে অভিযুক্তদের।