কলকাতা

কাশীপুর-বেলগাছিয়ায় আমি বিজেপির প্রার্থী নই, বললেন তৃণমূলের তরুণ সাহা, অস্বস্তিতে গেরুয়া শিবির

আমি তৃণমূল ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব

শিখা মিত্রের পর এবার তরুণ সাহা। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে না দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন বিদায়ী তৃণমূল বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহা। আসন্ন বিধানসভা ভোটে ‘শিখা’ হয়ে জ্বলে ওঠার বদলে একের পর এক ঘোষিত প্রার্থী ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় কার্যত অস্বস্তিতে পড়ল পদ্ম শিবির। বৃহস্পতিবার বিকালে তৃতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেখানে নিজের নাম শোনার পরই তিনি জানিয়ে দেন যে, তিনি ভোটে লড়বেন না। সংবাদমাধ্যকে দেওয়া এক সাক্ষাত্‍কারে তরুণ বাবু জানান, ‘আমি তৃণমূল ছিলাম। এখনও আছি, ভবিষ্যতেও থাকব। তাই বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর কোনও প্রশ্নই ওঠে না।’ তাঁর স্ত্রী কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিদায়ী বিধায়ক। এবার তৃণমূল তাঁকে প্রার্থী না করায় তৃণমূল বিধায়কের স্বামী হওয়ায় বিজেপি প্রার্থী হিসাবে তরুণবাবুর নাম ঘোষণা করা হয়েছে বলে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন তরুণ সাহা। পাশাপাশি তাঁর দাবি, বিজেপির তরফে তাঁর বা মালার সঙ্গে কোনওরকম আলোচনা না করেই তরুণের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।