দেশ

ভারতীয় বায়ুসেনার জন্য সি২৯৫ ট্রান্সপোর্ট বিমান তৈরি করবে টাটা এয়ারবাস, চুক্তি ২২ হাজার কোটি টাকার

ভারতীয় বায়ুসেনা বাহিনীর যাতায়াতের জন্য ট্রান্সপোর্ট বিমান তৈরি করবে টাটা এয়ারবাস। বৃহস্পতিবার সংস্থার সঙ্গে টুক্তি সই করবে কেন্দ্র। চুক্তির মূল্য প্রায় ২২ হাজার কোটি টাকার। এর আগে কোনও বেসরকারি সংস্থার সামরিক সরঞ্জাম তৈরির এত বড় বরাত পায়নি। গত কয়েক দিন ধরেই সামরিক সরঞ্জাম তৈরির বরাত বেসরকারি সংস্থাকে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র সরকার। এই নিয়ে বেশ কিছুটা এগিয়েও গিয়েছে তারা। দু’‌ সপ্তাহ আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি টাটা এয়ারবাসকে এই বরাত দেওয়ার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। বৃহস্পতিবার টাটা এয়ারবাস সংস্থার শীর্ষ কর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রকের আমলাদের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে। বায়ুসেনার জন্য বরাত দেওয়া হয়েছে ৫৫টি সি২৯৫ ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। সেগুলো এদেশেই তৈরি হবে। শোনা যাচ্ছে, বেঙ্গালুরু বা হায়দরাবাদে এই কারখানা শুরু করা হতে পারে। 

উল্লেখ্য, পাঁচ থেকে ১০ দশ টন ভার বহনে সক্ষম সি-২৯৫ ট্রান্সপোর্ট বিমানগুলির পিছনে থাকছে রাম্প দরজা। এর সাহায্যে সেনা সরঞ্জাম এবং সেনাকর্মীদের দ্রুত গন্তব্যে নামানো সম্ভব হবে। ভারতের হাতে এখন অভ্র ট্রান্সপোর্ট বিমান রয়েছে। ৬০ বছর আগে সেগুলি বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে বিমানগুলি প্রায় অকেজো হয়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে সেগুলিকে সি-২৯৫ ট্রান্সপোর্ট বিমান দিয়ে বদলি করা হবে।  জানা গিয়েছে, এই বিমানের সবকটিকেই দেশিয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট থাকবে। একইসঙ্গে, চিন ও পাকিস্তান সীমান্তে প্রতিপক্ষের গতিবিধির তথ্য পেতে দেশেই ৬টি AEWC নজরদারি বিমান তৈরির আবেদনে গত ৯ সেপ্টেম্বর সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা।