মুকুল রায়কে শনিবার তৃণমূলের গুপ্তচর আখ্যা দিয়েছেন তথাগত রায়। ট্যুইটে এনেছেন ট্রয়ের ঘোড়ার প্রসঙ্গ। এবার আরও একধাপ এগিয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে শাসক দলে নিতে ট্যুইটে আবেদন করলেন তিনি।বঙ্গ ভোটে বিপর্যয়ের পর থেকেই প্রবীণ এই রাজনীতিবিদের আক্রমণের তিরে ৪ বিজেপি নেতা। নাম না করে তিনি একাধিকবাড় খোঁচা দিয়েছেন বিজেপির ‘এ’, ‘এস’, ‘কে’, ‘ডি’-কে। বিজেপি অন্দরে খবর, এই ‘এ’, ‘এস’, ‘কে’, ‘ডি’ আসলে অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয় আর দিলীপ ঘোষ। ভোট বিপর্যয়ের জন্য তথাগতর কাঠগড়ায় মূলত এই ৪ নেতা। এবার সেই ‘কে’-কে তৃণমূলে নিতে রবিবার ট্যুইটারে সরব হলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। তবে, সরাসরি তিনি সেই ট্যুইট করেননি। এক বিজেপি সমর্থকের ট্যুইটের ইংরেজি অনুবাদ করেছেন মাত্র। রবিবার সকালে দিবাকর দেবনাথ নামে এক বিজেপি সমর্থকের ট্যুইট রি-শেয়ার করেন তথাগত রায়। সেই ট্যুইটে মুকুল-কৈলাসের ছবি মূল আক্রমণের লক্ষ্য। সেই ট্যুইটের ইংরেজি অনুবাদে তিনি লেখেন (বাংলা করলে যা দাঁড়ায়), এক বিজেপি সমর্থকের ট্যুইটের ইংরেজির বিশ্বস্ত অনুবাদ। আমি কিছুই যোগ বা বিয়োগ করিনি।‘ রি-ট্যুইটে মমতাকে আন্টি (বুয়াজি) অর্থাৎ পিসি সম্বোধন করে তথাগত রায় সেই ছবির উদ্দেশে লেখেন, ‘অনুগ্রহ করে এই স্টুপিড ক্যাটকে তৃণমূলে নিয়ে নিন। আকস্মিক ভাবে বন্ধুকে খুঁজে না পেয়ে সে সম্ভবত ব্যথিত। সারাদিনই এই দুজনে একসঙ্গে থাকত।’