কলকাতা

ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক ট্যাক্সি-ওলা-উবেরে

ফের ভাড়া বাড়ানোর দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি সারা রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি, ওলা ও উবের। টানা ২৪ ঘন্টার ধর্মঘটে সাধারণ মানুষ যে সেদিন চরম ভোগান্তির শিকার হবেন, তা বলাই বাহুল্য।অভিযোগ, ট্যাক্সি চালকদের ভাড়া বাড়ানো নিয়ে রাজ্য সরকারের কোনও মাথাব্যাথা নেই। আর তাই প্রশাসনের নজর কাড়তে এবার ট্যাক্সিতে উঠলেই ৩০টাকা থেকে ৫০টাকা করে ভাড়া দেওয়ার দাবি তুলেছে তাঁরা। অভিযোগ, যে হারে জ্বালানির দাম বেড়ে চলেছে তাতে ভাড়া না বাড়ালে ধর্মঘট জারি থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ট্য়াক্সিতে উঠলেই ভাড়া গুনতে হয় ৩০টাকা। এবার প্রথম ২ কিমি ৩০ টাকার থেকে বেড়ে নতুন ভাড়া ৫০টাকা করার দাবি তুলেছে এআইটিইউসি। এখানেই শেষ নয়, কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়াতে হবে ২৫ টাকা করে।