মধ্যপ্রদেশের ভোপালে কৃষকদের সমর্থনে দুই সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের আজ ছিল শেষ দিন। কিন্তু শেষটা হল প্রবল ঝামেলার মধ্যে দিয়ে। রাজভবন পর্যন্ত পদযাত্রায় কংগ্রেস কর্মীদের দিকে ছোড়া হল টিয়ার গ্যাস, চলল জল কামান।
এদিন ভোপালের জওহর চকে শয়ে শয়ে কংগ্রেস সমর্থক জড়ো হয়েছিলেন দুপুরের আগে। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের বাসভবন বা রাজভবন ঘেরাও অভিযানের কর্মসূচি ছিল তাঁদের। রাজভবনের দিকে এগোতের কিছু পর তাঁদের পথ আটকায় পুলিশ বাহিনী। ফিরে না গেলে ব্যবস্থা নেওয়া হবে, লাউড স্পিকারে জানান পুলিশ আধিকারিকরা।
কিন্তু সেসব না মেনে ব্যারিকেড ঠেলে এগোতে শুরু করেন কংগ্রেস সমর্থকরা। এরপরেই জল কামান ব্যবহার করে তাঁদের নিরস্ত করা শুরু হয়। ছোড়া হয় কাঁদানে গ্যাস।কংগ্রেস সমর্থকদের সরাতে লাঠিচার্জ করা হয়েছে বলেও খবর।