কলকাতা

টেকনো ইন্ডিয়া কলেজে ক্যাম্পাসে ধুন্ধুমার

 সল্টলেকের ৫ নম্বর সেক্টরে টেকনো ইন্ডিয়া কলেজ ক্যাম্পাসে দুই দল ছাত্রের মধ্যে তুমুল সংঘর্ষ। দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের সঙ্গে ফাইনাল বর্ষের পড়ুয়াদের সংঘর্ষ থামাতে ক্যাম্পাসে পুলিস আসে। দুই গোষ্ঠীর বেশ কয়েকজন জখম হন। ফাইনাল বর্ষের ছাত্রছাত্রীদের অভিযোগ, তাঁরা কোনও প্লেসমেন্ট পাচ্ছেন না, কলেজ কোনও কথা বলতে চাইছে না। এর প্রতিবাদে মঙ্গলবার তাঁরা কলেজে ধর্মঘট ডাকেন। সমস্ত ক্লাস বন্ধ ছিল। কিন্তু দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা জোর করে ক্লাস করতে চান। তাকে কেন্দ্র করেই দুই বর্ষের পড়ুয়াদের মধ্যে তুমুল মারামারি হয়। গোলমালের মধ্যে পড়ে জখম হন কয়েকজন ছাত্রীও। ইলেক্ট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ যায় ঘটনাস্থলে। দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের পালটা বক্তব্য, সম্পূর্ণ বিনা প্ররোচনায় ফাইনাল বর্ষের পড়ুয়ারা তাঁদের মারধর করেছে। তাঁরা ধর্মঘট ভাঙতে যাননি। শুধু ক্লাস করতে গিয়েছিলেন। ফাইনাল বর্ষের পড়ুয়ারা তাঁদের জোর করে ক্লাস থেকে বার করে দেয়। এ নিয়ে বচসা শুরু হয়। তারপরই তাঁরা মারধর শুরু করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।