কৃষকদের প্রতি সমবেদনা জানিয়ে অভিনব প্রতীকী প্রতিবাদে সামিল হলেন আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদব। তাঁর বাসভবন থেকে নিজে ট্রাক্টর চালিয়ে সোমবার বিধানসভায় আসেন তেজস্বী। কৃষকদের চরম দুর্দশার জন্য কেন্দ্রের মোদী ও বিহারের নীতীষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লালু-পুত্র। কেন দিনের পর দিন জ্বালীনি ও রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁযা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিধানসভার গেটে প্রবেশের মুখে আরজেডি বিধায়কের ট্রাক্টর আটকায় পুলিশ। এই সময় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তেজস্বীকে চড়া সুরে কথা বলতে শোনা যায়। কোন নিয়মের দরুন তাঁর ট্রাক্টর বিধানসভার মূল ফটক দিয়ে প্রবশ করতে পারবে না তা জানতে চান তিনি। সেই সময় রীতিমত কাকতি-মিনতি করে নিরাপত্তারক্ষীরা তাঁকে বোঝানোর চেষ্টা করে যে, এত বড় ট্রাক্টর নিয়ে বিধানসভায় প্রবেশ করলে অন্য বিধায়কদের গাড়ি রাখায় অসুবিধা হতে পারে। পরে পায়ে হেঁটেই বিধানসবার মধ্যে প্রবেশ করেন তেজস্বী।