নভেম্বরের শুরু থেকেই কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে মিলতে শুরু করেছে শীতের আমেজ ৷ দক্ষিণবঙ্গে শনিবার থেকে আরও বাড়ল শীতের অনুভূতি। তাপমাত্রা আরও এক ডিগ্রি কমেছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। এক লাফে প্রায় ৩ ডিগ্রি কমেছে শহরের তাপমাত্রা। শহর থেকে গ্রামাঞ্চল, সর্বত্র এদিন সকালে ছিল কুয়াশার দাপট। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতে ও সকালে শীতের অনুভূতি বেশি হবে। তবে বেলা বাড়ার সঙ্গে কমবে শীতের আমেজ। যদিও এক্ষুনি জাঁকিয়ে শীত পড়ছে না, তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। অবশ্য এই মুহূর্তে শীতের অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে। বিনা বাধায় উত্তরের দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে রাজ্যে। তবে মঙ্গলবার থেকে ফের ভাটা পড়তে পারে শীতের আমেজে। পশ্চিমের জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে। শ্রীনিকেতন পারদ ১৭ ডিগ্রির ঘরে নামল। আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া। হেমন্তের পরিবেশ সারা বাংলা জুড়ে। রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকায় হালকা শীতের আমেজ। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। পশ্চিমের জেলা গুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। পুরুলিয়া ও বাঁকুড়া তে তাপমাত্রা ১৯ ডিগ্রির নীচে। সকালের শীতের আমেজ আরো একটু বাড়ল। এরকম পরিস্থিতি থাকবে আগামী এক সপ্তাহ। উত্তরবঙ্গেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দার্জিলিংয়ে এখন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এর মধ্যে কুয়াশা বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে ভোরের দিকে কুয়াশার দাপট বাড়ছে।