কলকাতা

ফের কমবে রাজ্যের তাপমাত্রা

ফের কমবে তাপমাত্রার পারদ। জাঁকিয়ে শীত পড়বে বাংলায়। কমপক্ষে ৭২ ঘণ্টা স্থায়ী হবে ঠান্ডা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার থেকেই দিনের এবং রাতের তাপমাত্রা কমবে। শহরের আকাশ মূলত কুয়াশাছন্ন থাকবে। এদিন কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কমবে তাপমাত্রাও। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়। এদিন দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে কলকাতার তাপমাত্রা। ৪৮ ঘণ্টা পর ফের তাপমাত্রা বাড়তে পারে। শনিবার থেকে রাজ্যজুড়ে আকাশ পরিষ্কার হবে। রবিবারের মধ্যে তাপমাত্রা ফের ৩-৪ ডিগ্রি নামতে পারে।