লক্ষ্য নিবিড় জনসংযোগ। আর এই জনসংযোগ গড়তেই শুক্রবার ২২ অক্টোবর থেকে ত্রিপুরায় পুরোদমে ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘ত্রিপুরার জন্য তৃণমূল’। কর্মসূচি সফল করতে আগরতলা থেকে তিনটি দলে ভাগ হয়ে ত্রিপুরার শহর এবং গ্রামের প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাবেন তৃণমূল নেতা ও কর্মীরা। এর জন্য তৃণমূলের লোগো লাগানো দশটি গাড়ি কলকাতা থেকে ত্রিপুরায় পাঠানো হয়েছে। ক্ষেতে ব্যস্ত কৃষক থেকে শহুরে বাবু, সকলের সঙ্গেই আলাপচারিতা সেরে তুলে ধরা হবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেওয়া বিভিন্ন জনমুখী প্রকল্প। একইসঙ্গে আগামী নভেম্বরে ত্রিপুরায় পৌর পরিষদ এবং পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট প্রস্তুতিও সেরে নেওয়া হবে। বৃহস্পতিবার আগরতলায় ছিল ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক। আগরতলার একটি হোটেলে বৈঠকে ছিলেন কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, আশিসলাল সিং, শর্মিষ্ঠা দেব সরকার, মামন খান-সহ যুব তৃণমূলের আহ্বায়ক বাপ্টু চক্রবর্তী এবং অন্যান্যরা। বৈঠক চলে প্রায় দেড় ঘন্টা। সভাতে কীভাবে এই কর্মসূচি সফল করে করা যাবে সে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন সদস্যরা।