সোমবার উত্তরাখন্ডের চম্পাওয়াতে ভয়াবহ ভূমিধস হওয়ায় তানকপুর জাতীয় সড়ক বন্ধ থাকল দীর্ঘক্ষণ। ঘটনাস্থল থেকে উঠে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ছে। যথারীতি সমস্ত গাড়ি রাস্তায় আটকে যায় এবং আতঙ্কিত যাত্রীরা ঊর্ধ্বশ্বাসে পালাতে শুরু করে। ভিডিওতে দেখা গেছে, সড়কের পাশের পাহাড় ভেঙে আচমকা ভূমিধস শুরু হয়েছিল। ধীরে ধীরে ভারী পাথর, গাছ, মাটি পাহাড়ের গা বেয়ে সড়কের দিকে ধসে পড়ছে। গাড়িগুলি চেষ্টা করেছিল তাড়াতাড়ি ইউ-টার্ন নেওয়ার কিন্তু রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কোনোভাবেই তাঁরা সামনে এগোতে না পেরে ওখানেই আটকে যায়। শুরু হয় আতঙ্ক। গাড়ি থেকে বেরিয়ে সবাই পালাতে থাকে। বরাত জোরে কারুর কোনো ক্ষতি হয়নি।