বিদেশ

দাবানলের কবলে দক্ষিণ ইউরোপ, পরিস্থিতি ভয়াবহ

দাবানলের কবলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ ইউরোপে। জানা গিয়েছে, এই মুহূর্তে দাবানলের কবলে রয়েছে তুরস্ক, গ্রিস, ইটালি, নর্থ ম্যাসিডোনিয়া, অ্যালবেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, জুলাই থেকে অগাস্ট মাস ইউরোপের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে গরম মাস। এক সপ্তাহ ধরে গ্রিসে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী রবিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। সেই সঙ্গে দেশগুলি দাবানলের কবলে পড়েছে। ইতিমধ্যে তুরস্ক ও গ্রিসে দাবানল ভয়ংকর আকার নিয়েছে। ইটালির তিনটি অঞ্চল দাবানলের কবলে পড়েছে।