আগামী ডিসেম্বর মাসের মধ্যে নতুন টেট হবে। এমনটাই সিদ্ধান্ত হয়েছে শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির বৈঠকে। দিনক্ষণ চূড়ান্ত করা হবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনাপ পরে। পর্ষদ সূত্রের খবর, পুজোর আগেই মন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে ফেলতে চান পর্ষদ সভাপতি গৌতম পাল। ডিসেম্বর মাসের মধ্যে টেট পরীক্ষা হবে বলে কলকাতা টিভি আগেই খবর সম্প্রচার করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেপ্টেম্বর মাসের মধ্যে টেট পরীক্ষা নিতে হবে। কিন্তু এই সময়ের মধ্যে টেট পরীক্ষা নেওয়া যাবে না বলে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিতে চলেছে পর্ষদ।