কলকাতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে থেকে টেট উত্তীর্ণদের সরাল পুলিশ

গতকাল রাত থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবিতে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে ধরনায় বসেছিলেন টেট উত্তীর্ণরা। এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলে তাঁদের সঙ্গে সাক্ষাৎ নয় কেন? এই প্রশ্ন তুলেছিলেন তাঁরা। যদিও কুণাল ঘোষ আশ্বাস দিয়েছিলেন বিক্ষোভকারীদের যাবতীয় দাবি সচেষ্টভাবে খতিয়ে দেখা হচ্ছে। শেষমেশ শনিবার দুপুর ১২টা নাগাদ বিক্ষোভকারীদের সরাল পুলিশ। তাঁরা ক্যামাক স্ট্রিটে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই এলাকা থেকে তাঁদের এদিন সরানো হয়। টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র সংবাদমাধ্যমের সামনে বলেন, “টেট পরীক্ষার্থীদের লিখিতভাবে তাঁদের মন্তব্য জমা দেওয়ার কথা বলা হয়েছে। অযথা পরিস্থিতি জটিল করবেন না। বিরোধীদের প্ররোচনাতে পা দেবেন না। লিখিত আকারে যাবতীয় দাবিগুলি জমা দিন।”