দেশ

স্পেশাল ফ্লাইটে ৮৫ জন ভারতীয়কে উড়িয়ে আনল বায়ুসেনা

আফগানিস্তানের শাসন ক্ষমতা তালিবানের হাতে যাওয়ার পর সেখানে থাকা ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার কাজ করছে ভারতীয় বায়ুসেনার বিমান। গত এক সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার, কাবুল থেকে ৮৫ জন ভারতীয়কে নিয়ে ভারতে ফিরছে বায়ুসেনার সি-১৩০জে বিমান। প্রসঙ্গত, গত রবিবার কাবুল দখলের পর প্রথমে বায়ুসেনার পণ্য়বাহী বিমান সি-১৭ গ্লোবমাস্টার ১৪০ জন যাত্রীকে এয়ারলিফট করে দেশে ফেরায়। এরপর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১২৯ জনকে ভারতে ফিরিয়ে এনেছিল। ভারতের বিদেশমন্ত্রক আফগানিস্তানে আটকে পরা ভারতীয়দের ফিরিয়ে আনতে একটি বিশেষ সেল তৈরি করেছে। গত ১৬ অগষ্ট এই সেল কাজ শুরু করেছে। যেহেতু কাবুলে ভারতীয় দূতাবাসের সমস্ত কর্মীকে দেশে ফেরানো হয়েছে সেহেতু এই বিশেষ সেলই আফগানিস্তানে আটকে পরা ভারতীয়দের দেশে ফেরাতে কাজ করছে। তালিবানদের হাত থেকে বাঁচতে ওই দেশ থেকে ভারতে

আশ্রয় পাওয়ার আশায় বহু আবেদন জমা পড়ছে প্রতিদিন। সেগুলি পর্যবেক্ষণ করে অনুমতি বা ই-ভিসা দিচ্ছে বিদেশমন্ত্রকের এই বিশেষ সেল। বিশেষমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। বর্তমানে কাবুল বিমানবন্দরে বড় বিমান ওঠানামায় সমস্য়া হচ্ছে। তাই ভারতীয়দের ফেরাতে কৌশল বদল করেছে কেন্দ্রীয় সরকার। ঠিক হয়েছে, কাবুল থেকে ছোট ছোট দলে ভাগ করে ভারতীয় বা শরণার্থীদের কাবুল থেকে তাজিকিস্তানে নিয়ে আসা হবে। সেখান থেকে বায়ুসেনা বা এয়ার ইন্ডিয়ার বড় বিমানে করে ভারতে উড়িয়ে আনা হবে। শনিবারও কাবুল থেকে বিমানবাহিনী সি-১৩০জে বিমানে ৮৫ জনকে তাজিকিস্তানে নিয়ে যাওয়া হল।জানা যাচ্ছে, বিদেশমন্ত্রকের এই বিশেষ সেলে ২৪ ঘন্টাই বিভিন্ন শিফটে ২০ জন করে কাজ করছেন। ইমেল ও হোয়াটসঅ্যাপে আসা আবেদন এবং কাগজপত্র খতিয়ে দেখে তাঁরাই ই-ভিসা এবং অনুমতিপত্র পাঠিয়ে দিচ্ছেন। তাঁদের রিপোর্ট ও তালিকা অনুযায়ী পরিকল্পনা করছে বায়ুসেনা।