সূত্রের খবর, আজ রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে প্রথম চার দফার ভোটের ১৩৫ আসনের মধ্যে ১৩০ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। ওই তালিকায় যেমন কোনও আসনের জন্য ২জনের নাম প্রস্তাব করা হয়েছে, তেমনই কোনও আসনের জন্য আবার ৩ জনের নামও প্রস্তাব করা হয়েছে। আগামী সপ্তাহেই রাজ্যে প্রথম ও দ্বিতীয় দফার ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই কমিটির সদস্য। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ‘আসন্ন বিধানসভা নির্বাচনে কারা দলীয় প্রার্থী হলে জিততে পারবেন তা নিয়ে বেসরকারি দুই সংস্থাকে দিয়ে সমীক্ষা চালিয়েছেন দলের শীর্ষ নেতারা। ইতিমধ্যেই সেই তালিকা অমিত শাহ-জেপি নাড্ডাদের হাতে পৌঁছেছে। তার পরেও যাতে প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ না থাকে, তার জন্য দলের রাজ্য নেতৃত্বকে সম্ভাব্য প্রার্থী তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ পাওয়ার পরেই জেলা ও মণ্ডল নেতৃত্বের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীর নাম চেয়ে পাঠায় রাজ্য নেতৃত্ব।’ সম্প্রতি জেলা নেতৃত্বের পক্ষ থেকে রাজ্য নেতৃত্বের কাছে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা পাঠানো হয়েছিল। বঙ্গ বিজেপির কোর কমিটি বৈঠকে বসে সেই তালিকা ঝাড়াই-বাছাই করে ১৩০ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করে। সেই তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে। তালিকায় সংগঠনের দীর্ঘদিনের নেতাদের পাশাপাশি রাজনৈতিক ডিগবাজি খেয়ে সদ্য দলে আসা নেতাদের নামও রাখা হয়েছে। কারা আদি এবং কারা নব্য, তাও উল্লেখ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, দলীয় প্রার্থী নিয়ে যাতে অসন্তোষ প্রকাশ্যে না আসে এবং দলকে বিড়ম্বনায় পড়তে না হয়, সেদিকে নজর রেখে একসঙ্গে ২৯৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা না করে দফায়-দফায় প্রার্থী তালিকা ঘোষণার পথে হাঁটতে পারে বিজেপি শীর্ষ নেতৃত্ব।