কলকাতা

তৃতীয় ও চতুর্থ দফার ৬৩ আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি, তালিকায় ৪ সাংসদ, প্রার্থী কি কম পড়েছে? উঠছে প্রশ্ন

প্রার্থী কি কম পড়েছে? বিজেপির তৃতীয়-চতুর্থ দফার প্রার্থীতালিকা দেখে এমন প্রশ্ন উঠছেই। বিজেপি-র তালিকায় ৪ জন জয়ী সাংসদ। বিধানসভা নির্বাচনের প্রথম দু’দফার প্রার্থীতালিকা আগেই ঘোষণা করেছে বিজেপি। রবিবার তৃতীয় ও চতুর্থ দফার আরও ৬৩ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়াশিবির। অর্থাত্‍ এখনও অবধি ১২২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।

তৃতীয় ও চতুর্থ দফায় বিজেপি-র উল্লেখযোগ্য প্রার্থীদের তালিকা

• সোনারপুর, দক্ষিণ – অঞ্জনা বসু
• হাওড়া, দক্ষিণ – রন্তিদেব সেনগুপ্ত
• আলিপুরদুয়ার – অশোক লাহিড়ি
• ডোমজুড় – রাজীব বন্দ্যোপাধ্যায়
• সিঙ্গুর- রবীন্দ্রনাথ ভট্টাচার্য
• তারকেশ্বর – স্বপন দাশগুপ্ত
• দিনহাটা – নিশীথ প্রামাণিক
• টালিগঞ্জ – বাবুল সুপ্রিয়
• চণ্ডীতলা – যশ দাশগুপ্ত
• বেহালা পূর্ব – পায়েল সরকার
• কসবায় – ইন্দ্রনীল খাঁ
• শ্যামপুর – তনুশ্রী চক্রবর্তী
• চুঁচুড়া – লকেট চট্টোপাধ্যায়
• হাওড়া দক্ষিণ – রন্তিদেব সেনগুপ্ত
• জয়নগর – রবিন সর্দার
• কোচবিহার উত্তর – সুকুমার রায়
• যাদবপুর – রিঙ্কু নস্কর
• খানাকুল – সুশান্ত ঘোষ
• উলুবেড়িয়া – উত্তরে চিরণ বেরা
• পুরশুড়া – বিমান ঘোষ
• জঙ্গিপাড়া – দেবজিত্‍ সরকার
• সাতগাছিয়া – চন্দন পাল দাস
• হরিপাল – সমীরণ মিত্র
• ধনেখালি – তুষার মজুমদার

• ডায়মন্ড – হারবারে দীপক হালদার