দেশ

‘মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে’‌, হাথরাস কান্ডে গণধর্ষণে অভিযুক্তদের সমর্থনে প্রতিবাদ সভা বিজেপির

হাথরাস কাণ্ড এবার নতুন দিকে মোড় নিল। রবিবার সকালে অভিযুক্তদের সমর্থনে প্রতিবাদসভায় অভিযুক্তদের প্রতি ন্যায়বিচারের দাবি তুলল জেলার উচ্চবর্ণের মানুষজন। মৃতার বাড়ির সামনে হওয়া বিজেপি নেতা রাজবীর সিং পালোয়ানের বাড়ির ওই সভায় কমপক্ষে ৫০০জন যোগ দিয়েছিল। উপস্থিত ছিল এক অভিযুক্তের পরিবারও। ফরেনসিক রিপোর্টে উল্লেখ করা হয়েছিল হাথরাসের দলিত যুবতী ধর্ষিতা হননি। সেই রিপোর্টের ভিত্তিতেই অভিযুক্তদের সমর্থনে ওই সভার আয়োজন করা হয়েছিল। বিজেপি নেতা রাজবীরের সাফাই, ব্যক্তিগত ক্ষমতাবলেই তিনি ওই প্রতিবাদসভা করেছেন।
অভিযুক্তদের সমর্থকদের দাবি, ওই যুবকদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। পুলিশের উচিত মৃতার পরিবারের বিরুদ্ধে এফআইআর রুজু করা। প্রকৃত দোষীদের খুঁজে বরে করে শাস্তি দেওয়া। হাথরাস কাণ্ডের পর এলাকায় উত্তেজনা থাকায় সেখানে কোনওরকম বড় জমায়েতের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি থাকলেও রবিবারের সভা নিয়ে উচ্চবর্ণের বিক্ষোভকারীদের সাফাই ছিল, তাঁরা এব্যাপারে পুলিশকেও অবগত করেছিলেন। গত শুক্রবারও মৃতার গ্রামের কাছে  উচ্চবর্ণের একটি মিছিল হয়েছিল।