শুধু বিহার নয়, ১১টি রাজ্যের ৫৬টি বিধানসভা আসনে আজ ভোটের ফল ঘোষণা। চলছে ভোটগণনা। তার মধ্যেই মধ্যপ্রদেশের ২৮টি বিধানসভা আসনেও ফল ঘোষণা আজ। এখন পর্যন্ত তাতে এগিয়ে রয়েছে বিজেপি। এই ২৮টি আসনে আজ মর্যাদার লড়াই বিজেপি-র। বলা ভালো জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। মার্চে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন। তাঁর সঙ্গে তখন কংগ্রেসর ছাড়েনি আরও ২১ জন। পরে আরও চার কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপি-তে যোগ দেন। মারা যান দুই বিধায়ক। সেই ২৮টি আসনেরই আজ ফল প্রকাশ। আসনগুলো বিজেপি-র দখলে না থাকলে প্রশ্ন উঠবে জ্যোতিরাদিত্যর নেতৃত্ব নিয়ে।