জেলা

ফের মালদার মানিকচকের গঙ্গা ঘাটে ভেসে এল মহিলার মৃতদেহ

কলার ভেলায় ভেসে এল মহিলার নগ্ন মৃতদেহ। ফের মালদার মানিকচকের গঙ্গা ঘাটে দেশে আসার ঘটনা আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। মৃত মহিলা এলাকার বাসিন্দা না বলেই জানিয়েছে পুলিশ। তাহলে কি উত্তরপ্রদেশ কিংবা বিহার থেকে দেহটি ভেসে এল! যেহেতু কলার ভেলায় ছিল দেহটি তাই পুলিশের মতে সাপে কামড়ের পর মহিলাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, করোনায় মৃত্যুও হতে পারে। মালদার মানিকচকের গঙ্গার তীরে বসে থাকা কয়েকজন প্রথমে কিছু একটা ভেসে আসছে দেখেন। খানিকক্ষণ পর বুঝতে পারেন, কলার ভেলায় করে এক মহিলার দেহ নদীর পাড়ের দিকে আসছে। কার দেহ ভেসে এসেছে জানতে এলাকাবাসী নদীর পাড়ে ভিড় জমান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিশও। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার কেউ মহিলার দেহটি শনাক্ত করতে পারেননি। ফলে বিহার থেকে দেহটি ভেসে আসতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। সাপের কামড় বা করোনায় মৃত্যু হতে পারে বলেও তাঁদের আশঙ্কা। সাধারণত সাপের কামড়ে মৃত্যু হলেই কুসংস্কারবশত প্রাণ ফিরে পাওয়ার আশায় দেহ কলার ভেলায় ভাসানো হয়। তবে কিছুদিন আগে উত্তরপ্রদেশ, বিহার থেকে করোনায় মৃতদের দেহ মালদার মানিকচকে গঙ্গাঘাটে ভেসে আসার ঘটনা ঘটেছিল। ফলে আবার নদীতে দেহ ভেসে আসার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।