দেশ

ত্রিপুরায় মসজিদ জ্বালানোর ঘটনা ভুয়ো, জানালো পুলিশ

দেবাশিস দাস, ত্রিপুরা: বাংলাদেশের কুমিল্লায় দুর্গাপুজোকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ উত্তপ্ত। তার অষ আংশিক আঁচ কিছুটা হলে ভারতে পড়েছে। কলকাতায় একাধিক রাজনৈতিক দল ও গণ সংগঠন কলকাতািস্থত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে এর তীব্র প্রতিবাদ জানিয় স্মারক লিপি জমা দিয়েছে। বিজেপি কয়েক জায়গায় প্রতিবাদ সভাও করেছে। কিন্তু এর বাইরে কোনো উত্তেজনামুলক ঘটনা পশ্চিমবঙ্গে দেখা যায়নি। একই ঘটনা কুমিল্লা লাগোয়া ত্রিপুরাতেও ঘটেছে। সেখানেও কিছু জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে। কিন্তু কিছু সামাজিক মাধ্যম দাবী করেছে বাংলাদেশের ঘটনায় আজ ত্রিপুরা রাজ্যে পড়েছে। সেখানে একাধিক মসজিদ জ্বালানো বা ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এটা মিথ্যা রটনা এবং ত্রিপুরায় আইন শৃঙ্খলায় কোনো অবনতি হয়নি বলে জানিয়েছে সে রাজ্যের পুলিশ। এদিন ত্রিপুরা পু্লিশ সামাজিক মাধ্যমে জানিয়েছে, কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়া ফেক আইডি ব্যবহার করে ত্রিপুরায় ভুয়ো খবর বা গুজব ছড়াচ্ছে। তবে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। উত্তর ত্রিপুরার পানিসাগরে গতকালের প্রতিবাদ সমাবেশের সময় কোনও মসজিদ পোড়ানো বা ক্ষতিগ্রস্ত করা হয়নি। এসব ছবি শেয়ার করা হচ্ছে। যা সবই ভুয়ো ফেসবুক আইডি থেকে। যদিও এরকম কিছু ছবি দেখা গেছে, তবে তার সাথে ত্রিপুরা জড়িত নয়৷ তা অন্য কোনো দেশের ছবি হতে পারে। কারা এই ভুয়ো ছবি আপলোড করেছে তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সকল সম্প্রদায়ের লোকদের অনুরোধ করছি যে এই ধরনের ভুয়া আইডিগুলিকে সমর্থন ও সাবস্ক্রাইব করবেন না এবং এই ধরনের জাল ছবি ছড়াবেন না।  এই ধরনের ঘটনা নিয়ে আমরা ইতিমধ্যে মামলা নথিভুক্ত করেছি এবং যারা ভুয়া খবর এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিছু স্বার্থান্বেষী মহল ত্রিপুরার শান্তিপূর্ণ সাম্প্রদায়িক পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করছে। ত্রিপুরা পুলিশ ত্রিপুরার প্রতিটি নাগরিককে ত্রিপুরায় আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সাহায্য করার জন্য অনুরোধ করেছে।

প্রতীকী ছবি।