বিজেপির পরির্বতন রথযাত্রায় আপাতত রইল না কোনও বাধা। রথযাত্রা হলে বাংলার আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। এই যুক্তিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। কিন্তু সেই বিষয়ে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ে স্বস্তি ফিরল বিজেপি শিবিরে। একুশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বাংলায় জনসংযোগ বাড়াতে বিজেপির এই পরির্বতন রথযাত্রা। রথযাত্রার মাধ্যমেই বাংলার প্রতিটি প্রান্তের মানুষের কাছে পৌঁছতে চাইছে বিজেপি। বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের উৎসাহ-উদ্দীপনা বাড়াতেই রাজ্যে ক্রমাগত বিজেপির কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়েই চলেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকেই উপস্থিত থাকবেন এই ৫টি রথযাত্রার সূচনায়।